Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে ইউনিয়ন পরিষদ

 

 

হাজিগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো হাটিলা (পশ্চিম) ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ হাটিলা (পশ্চিম) ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজওসমুজ্জ্বল।

 

ক) নাম – ১১নং হাটিলা (পশ্চিম) (ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৬.৭২৩ (বর্গ কিঃ মিঃ)

গ) গ্রামের সংখ্যা – ৭ টি।

ঘ) মৌজার সংখ্যা – ৫টি।

ঙ) হাট/বাজার সংখ্যা -০২টি।

চ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সকল ধরনের মোটর জান বাহান।

    * সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি,   

    * উচ্চ বিদ্যালয়ঃ ১টি,

    * এতিমখানা- ০৩ টি

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব, জাকির হোসেন (লিটু)

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৪ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/১৯৯৭ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ০১) প্রথম সভার তারিখ – ১৭/০৭/২০১৬ ইং

                                   ০২)মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৬/০৭/২০২১ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

          *গৌড়েশ্বর

          * ধড্ডা

          * পাতানিশ

          * নোয়াপাড়া

          * কাঁঠালী

          * সাড়াসিয়া

          * নিশ্চিন্তপুর

ভৈাগলিক পরিচিত

হাজীগঞ্জ উপজেলার হাটিলা (পশ্চিম) ইউনিয়নের ভৌগলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২০°১৯' এবং ২২°৩২' এর মধ্যে ৮০°৪৯' এবং ৮১°০৩' দ্রাঘিমাংশের মধ্যে।

ভৌগলিক অবস্থানঃ

পূর্ব      ̶  ৮০°৫০'

পশ্চিম   ̶  ২০°৩২'

উত্তর    ̶  ১৮°২৭'

দক্ষিণ   ̶  ১°০২'